বিশেষ নাটক: ফিরো এসো প্রেম
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মি চ্যানেল আই
রচনা ও পরিচালনা রুমানা রশীদ ঈশিতা
অভিনয় আজিজুল হাকিম, মুনিরা ইউসুফ মেমী, আবুল কালাম আজাদ, নাদিয়া, তন্বী ও নাফিজা
এক প্রেমিক যুগলের আবার নতুন করে তাদের মতো করে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছে। ফিরো এসো প্রেম রচনা ও পরিচালনা রুমানা রশীদ ঈশিতা। নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনিরা ইউসুফ মেমী, আবুল কালাম আজাদ, নাদিয়া, তন্বী ও নাফিজা।