পহেলা ফাল্গুনের নাটক: ভালোবাসায় অন্ধ
১৩ ফেব্রুয়ারি বিকাল ৩টা ১০ মি এটিএন বাংলা
রচনা জাকারিয়া সৌখিন
পরিচালনা চয়নিকা চৌধুরী
অভিনয়: আনিসুর রহমান মিলন এবং জাকিয়া বারী মম
ঋতুচক্রের পালাবদলে আবার এসেছে বসন্ত। আজ বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। ফাগুন এলেই মনের মধ্যে যে রঙের আগুন তৈরি হয় তা রাঙিয়ে যায় সকলের মনকে। বাঙালী সংস্কৃতিতে প্রতিটি অনুষ্ঠানকেই পালন করা হয় ঘটাকরে। এটিএন বাংলাও বরাবরের মতো এবারও পহেলা ফাল্গুন উপলক্ষে প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এরই ধারাবাহিকতায় রাত ১১টায় প্রচার হবে পহেলা ফাল্গুন এর নাটক ‘ভালোবাসায় অন্ধ’। জাকারিয়া সৌখিনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকের মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন এবং জাকিয়া বারী মম।
মানুষের মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও দেখা যায় কোন না কোন অপ্রত্যাশিত মানুষ তার জীবনে আসে। তার সঙ্গে একটি অজানা সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনই গল্প নাটকটিতে দেখা যাবে।