ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প

'আমি আকাশ পাঠাবো'

১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫মি বাংলাভিশন

রচনা: মেহরীন কবির
পরিচালনা: শাফায়েত মনসুর রানা

অভিনয়: সংগীতশিল্পী জন কবির ও অপর্ণা

‘আমি আকাশ পাঠাবো’ নাটকে দেখা যাবে, ব্যাডমিন্টন লিজেন্ড কোচ ফারহানের প্রেমে পড়ে যায় প্রমিজিং প্লেয়ার তন্বী। কিন্তু বিপত্নীক ফারহানকে কিছুতেই মেনে নেবে না তন্বীর পরিবার। তাহলে কি ব্যর্থ হয়ে যাবে ওদের ভালোবাসা।

মেহরীন কবির-এর গল্প থেকে নাটক নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। ‘আমি আকাশ পাঠাবো’ নামে এই নাটকে অভিনয় করেছেন সংগীতশিল্পী জন কবির ও অপর্ণা।


নাটক

 >  Last ›