ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প
'চিনিগুঁড়া প্রেম'
১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ মি বাংলাভিশন
রচনা: রিয়াজুল আলম শাওন
পরিচালনা: গোলাম কিবরিয়া ফারুকী
অভিনয়: তাহসান ও জেনী
‘চিনিগুঁড়া প্রেম’ নাটকে দেখা যাবে, চার বছর ধরে চলছে তীরু-আশফাকের ঢিমে তালে প্রেম। এমনি সময় চড়–ই পাখির চঞ্চলতা নিয়ে আশফাকের জীবনে আসে ফারিয়া।
রিয়াজুল আলম শাওন-এর গল্প থেকে নাটক নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী। ‘চিনিগুঁড়া প্রেম’ নামে এই নাটকে অভিনয় করেছেন তাহসান ও জেনী।