ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প

‘প্রতীক্ষা’

১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫মিঃ বাংলাভিশন

রচনা হৃদিতা ইসলাম
পরিচালনা ইমরাউল রাফাত
অভিনয় তিশা ও নাঈম

‘প্রতীক্ষা’ নাটকে দেখা যাবে, কৌশিককে ভালোবাসে হৃদি। কিন্তু অলওয়েজ কনফিউজড কৌশিক কখনোই বোঝে না এই ভালোবাসার অর্থ। একদিন হৃদি হাড়িয়ে যায়। ওকে হাড়িয়ে কৌশিক বুঝতে পারে হৃদি শুধু বন্ধুই ছিলো না, ছিলো আরও বেশিকিছু! এরপর... অপেক্ষার প্রহর... শেষ পর্যন্ত কি কৌশিক খুঁজে পাবে হৃদিকে?

হৃদিতা ইসলাম-এর গল্প থেকে নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। ‘প্রতীক্ষা’ নামে এই নাটকে অভিনয় করেছেন তিশা ও নাঈম।


নাটক

 >  Last ›