ভালো আছি ভালো থেকো’র অতিথি

চলচ্চিত্র ব্যক্তিত্ব সিরাজ হায়দার

১৫ ফেব্রুয়ারি রাত ৮টা মোহনা টেলিভিশন

উপস্থাপনা: তন্ময়া তানিয়া
প্রযোজনা: নাজিরুল ইসলাম আকাশ


পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন সিরাজ হায়দার। ১৯৬২ সালে ‘সুতান’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিষেক হয় অভিনয় জগতে। তখন তিনি মাত্র নবম শ্রেণীর ছাত্র ছিলেন। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মঞ্চ নির্দেশনা দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে। পাশাপাশি তিনি দুটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।

এই প্রবীন অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্বকে দেখা যাবে মোহনা টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘ভালো আছি ভালো থেকো’র অতিথি হিসেবে।

সাতদিন/এমজেড/১৪ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›