ধ্রুপদী কাহিনী’র অতিথি

পারভেজ ও সীমানা

১৫ ফেব্রুয়ারি ৯ টা ৫০ মি: আরটিভি

উপস্থাপনা ও প্রযোজনা: শান্তা ইসলাম

জনপ্রিয় কন্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ ও অভিনেত্রী সীমানাকে দেখা যাবে আরটিভি’র সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘ধ্রুপদী কাহিনী’তে। উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে তাঁর দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা যায় ২০১০ সাল থেকেই তাঁদের মধ্যে পরিচয় ও ভালো লাগার শুরু। সে সময় ‘অতিমানব’ নামে একটি টেলিছবিতে কাজ করতে গিয়েই তাঁরা একে অপরের সাথে পরিচিত হন।


আরটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘ধ্রুপদী কাহিনী’র প্রতি পর্বে এক বা একাধিক সেলিব্রেটির মুখোমুখি হয়ে থাকেন জনপ্রিয় অভিনেত্রী শান্তা ইসলাম। কথোপকথনের মধ্য দিয়ে বেরিয়ে আসে অতিথির জীবনের নানান মজার ঘটনা ও অভিজ্ঞতা। সেই সাথে অতিথি তাঁর ভাবনা-চিন্তা দর্শকদের সাথে শেয়ার করেন।

সাতদিন/এমজেড/১৪ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›