রাত ৯টা ৩০ মি: চ্যানেল নাইন
ধারাবাহিক নাটক ‘বাই ফোকাল’
রচনা: শফিকুর রহমান শান্তনু
পরিচালনা: কমল চৌধুরী
অভিনয়ে: তারিক আনাম খান, তৌকীর আহমেদ, নওশীন
অর্থনৈতিক কারণে ঢাকা শহরের মধ্যবিত্ত চাকুরীজিবী আনিস আহমেদের পারিবারিক অশান্তি লেগেই আছে। হঠাৎ একদিন আনিস রাস্তায় কুড়িয়ে পায় একটি টাকা ভর্তি মানি ব্যাগ। বদলে যায় আনিসের জীবন। পুরোনো বন্ধু ও পরিবারের সাথে আনিসের দূরত্ব বেড়ে যায়। সৃষ্টি হয় আনিসের ব্যবসায়িক শত্রু।
অন্যদিকে আনিসের বন্ধু জুয়েল গ্রামের বাড়িতে স্কুল শিক্ষকের মেয়ের বিয়েতে আমন্ত্রণে যায়। ঘটনাক্রমে স্যারের মেয়ের বিয়ে ভেঙে যায়। জুয়েল সিন্ধান্ত নেয় মেয়েটিকে সে বিয়ে করবে। শুরু হয় জুয়েলের সাংসারিক জীবন। জুয়েলেন রুমমেট শাফিক নতুন ভাবী পেয়ে উৎসাহিত। শাফিকের প্রতি জুয়েলের সন্দেহ বাড়তে থাকে।
বিখ্যাত লেখক কামালের স্ত্রী হঠাৎ করেই আত্মহত্যা করে। ছোট মেয়েকে নিয়ে নতুন এক সংগ্রামে শুরু করতে হয় এই কথা সাহিত্যিকের। এরকম আরও অনেক নাটকীয় ঘটনা ও নতুন নতুন চরিত্রের দেখা মেলে নাটক ‘বাই- ফোকাল’-এ।
নাটকটি প্রতি শনি, রবি ও সোমবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে। নাটকটি রচনায় শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনায় কমল চৌধুরী। অভিনয়ে আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, শাহেদ শরিফ খান, ওমর আয়াজ অনি, হাসান মাসুদ, আল-মনসুর, মাসুদ আলী-খান, নওশীন, মৌসুমী হামিদ, শামিমা তুষ্টি, ইশানা, সমাপ্তি, সোহান খান, অহনা, প্রিয়াংকা, সূজানা, ডাঃ এজাজ, নূর এ আলম নয়ন, রফিকুল্লাহ সেলিম প্রমুখ।
সাতদিন/এমজেড