গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান’কে নিয়ে অন্তরে মম
১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মি: এসএ টিভি
প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারি প্রযোজক: জহির উদ্দিন রবিন
দেশের প্রখ্যাত প্রবীণ গীতিকারদের একজ মোহাম্মদ রফিকুজ্জামান। ‘এই রেল লাইনের ধারে’ গানটির মত বহু জনপ্রিয় গানের রচয়িতা তিনি। তাঁর লেখা গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন সাবিনা ইয়াসমিনের মত দেশবরেণ্য শিল্পীরা। বিশেষ করে দেশাত্ববোধক গানের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে। সংগীতবিষয়ক টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন তিনি। তাঁর উপস্থাপনায় গাজি টিভিতে দীর্ঘ দিন প্রচারিত হয়েছে বৈঠকী গানের অনুষ্ঠান ‘আবারও শুনতে ইচ্ছা করে’।
বরেণ্য এই গীতিকারকে নিয়ে নির্মিত হয়েছে এবারের ‘অন্তরে মম’। এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন প্রতিষ্ঠিত গুণী ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে আড্ডা-আলোচনার মধ্য দিয়ে উঠে আসে অতিথি’র জীবনে নানা গল্প, ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা।
এসএ টিভি’র লাইফ প্রোফাইল ভিত্তিক এই আনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াকুব আলী মিঠু। সহকারি প্রযোজক হিসেবে আছেন জহির উদ্দিন রবিন।
সাতদিন/এমজেড/১৭ফেব্রুয়ারি২০১৫