ভারতীয় শিল্পীবৃন্দের পরিবেশনায়
নৃত্যালেখ্য: দেবাত্ময়ী
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:
ছায়ানট সংস্কৃতি-ভবন, শংকর, ঢাকা
ভারতীয় শিল্পী বিম্বাবতী দেবী এবং সৃজন চট্টোপাধ্যায়-এর পরিকল্পনায় পরিবেশিত হবে মণিপুরী ধারার বিশেষ নৃত্যালেখ্য ‘দেবাত্ময়ী’। সৃজন চট্টোপাধ্যায়ের গবেষণা, চিত্রনাট্য এবং পরামর্শে নৃত্যালেখ্যটির নির্দেশনার দায়িত্বে আছেন বিম্বাবতী দেবী। বর্তমানে মণিপুরী ঘরানার শীর্ষস্থানীয় শিল্পী বিম্বাবতীকে এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে।
বিম্বাবতী এবং তাঁর দল বিভিন্ন সময়ে মণিপুরী নৃত্যের সাথে অন্যান্য নৃত্যশৈলীর মিশ্রণ ঘটিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এবারের আয়োজনে প্রাক-বৈষ্ণব যুগের প্রকৃতি পূজা, তান্ত্রিক ভাবনা, সৃষ্টিতত্ত্ব ও মাতৃতন্ত্রের ঐতিহ্যকে বৈদিক দর্শনের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। এখানকার পৌরাণিক কাহিনী থেকে এই আলেখ্য’র নির্যাস সংগ্রহ করা হয়েছে। পরিবেশনার শিরোনাম থেকেই বোঝা যায় এর সাথে বৈদিক যুগের ঈশ্বর চিন্তার যোগ রয়েছে।
বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন সাধনা’র উদ্যোগে এই নৃত্যালেখ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অনুষ্ঠান শুরুর পূর্বে অনুষ্ঠানস্থলেই টিকেট পাওয়া যাবে।
সাতদিন/এমজেড/১৭ফেব্রুয়ারি২০১৫