তারকালাপে ফেরদৌসী প্রিয়ভাষিনী

১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪০ মি: আরটিভি

উপস্থাপনা: পারিহা লিমা
প্রযোজনা: এম সামসুদ্দিন মিঠু

আরটিভির নিয়মিত সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান তারকালাপ-এ অতিথি হয়ে আসছেন ফেরদৌসী প্রিয়ভাষিনী। ভাস্কর ও শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার হয় না। তিনি নিজ গুণে আজ শিল্প জগতে পরিচিত মুখ। তাঁর আরেকটি পরিচয় হল তিনি মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা।

ফেরদৌসী প্রিয়ভাষিনী’র জন্ম ১৯৪৭ সালে, খুলনায়। মা-বাবার ১১ সন্তানের মধ্যে তিনি ছিলেনে সবার বড়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর আগ আগে তাঁর প্রথম স্বামীর সাথে ছাড়াছড়ি হয়ে যায়। তিনি যখন তাঁর সন্তানদের নিয়ে টিকে থাকার সংগ্রাম করছিলেন ঠিক তকনই ঘটে যায় তাঁর জীবনের ভয়াভহতম ঘটনা। পাক বাহিনীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হন তিনি। যুদ্ধ শেষে বিজয় আসে ঠিকই কিন্তু বীরাঙ্গনাদের জীবনে স্বাধীন দেশে শান্তি আসে না। নানা অপমান সহ্য করে কঠোর সংগ্রাম করতে থাকেন প্রিয়ভাষিনী। ১৯৭২ সালে ২য় বার বিয়ে করেন। সন্তানদের মানুষ করেন এই সংগ্রামী নারী।

১৯৭৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ফেরদৌসী প্রিয়ভাষিনী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। মাঝে কিছুদিন স্কুলে শিক্ষকতাও করেছেন। তিনি ইউএনডিপি, ইউএনআইসিইএফ, এফএও, কানাডিয়ান দূতাবাস প্রভৃতি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। শেষ বয়সে এসে নানা শিল্পকর্ম সৃষ্টিতে মনোনিবেশ করেন এবং তা অবিরামভাবে অব্যাহত রাখেন। মূলত সহজলভ্য বস্তু দিয়ে ঘর সাজানোর উপকরণ ও অলংকার তৈরির মধ্য দিয়েই তাঁর শিল্পচর্চার শুরু। ঝরা পাতা, মরা ডাল, গাছের গুড়ি দিয়ে তিনি গৃহসজ্জার নানা শিল্পকর্ম ও ভাস্কর্য তৈরি করে দেখিয়েছেন।

এম সামসুদ্দিন মিঠু’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পারিহা লিমা।

সাতদিন/এমজেড/১৮ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›