জহির রায়হান পরিচালিত
জীবন থেকে নেয়া
২১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪৫ মি: এনটিভি
সকাল ১১টা ৩০ একুশে টেলিভিশন
বিকাল ৩টা দেশটিভি
অভিনয়: রাজ্জাক, সুচন্দা, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান, রওশন জামিল
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র ‘জীবন থকে নেয়া’ মুক্তি পায় ১৯৭০ সালে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক খান আতাউর রহমান। এতে অভিনয় করেছেন সে সময়কার খ্যাতিমান অভিনয়শিল্পীরা। এঁদের মধ্যে রয়েছেন—রাজ্জাক, সুচন্দা, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান, রওশন জামিল, রোজি সামাদ, শওকত হোসেন প্রমূখ।
চলচ্চিত্রটিতে উঠে এসেছে সেই সময়কার রাজনৈতিক ও সমাজিক পরিস্থিতি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার এক বছর আগে এই চলচ্চিত্র মুক্তি পাওয়ার সময় দেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। পাকিস্তানী শাসন-শোষণের বিরুদ্ধে মানুষ তখন তাদের ক্ষোভ প্রকাশ করছিল মিছিল-মিটিং’সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। এই পরিস্থিতিকেই রূপকের মাধ্যমে তুলে ধরা হয় এই চলচ্চিত্র।
চলচ্চিত্রে দেখা যায় এক দজ্জাল মহিলা এক যৌথপরিবারে স্বেচ্ছাচারিতার মাধ্যমে তার কর্তৃত্ব বজায় রাখে। নিজের ক্ষমতা ধরে রাখতে সে হত্যার ষড়যন্ত্র করতেও পিছ পা হয় না। অন্যদিকে পরিবারের ভুক্তভোগীদের অসন্তোষ চরমে উঠলে এক সময় এই মহিলার স্বেচ্ছাচারিতার সমাপ্তি হয়।
এই সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরে ‘আমার সোনার বাংলা’ গানটি চিত্রায়িত হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
সাতদিন/এমজেড/১৮ফেব্রুয়ারি২০১৫