বিশেষ নাটক ‘দূরের পাঠশালা

রাত ৯টা এনটিভি

পরিচালনা: মাহমুদ দিদার
অভিনয়: বিপাশা হায়াত, মামুনুর রশীদ, শার্লিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে একুশের বিশেষ নাটক ‘দূরের পাঠশালা’। নাটকে দেখা যায়, বিরুলিয়া গ্রামের একটি স্কুলকে হঠাৎ করেই ইংরেজী মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য উঠেপড়ে লাগেন স্কুলের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান খান সাহেব। এই স্কুলের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় বাংলার শিক্ষক দিদিমনি স্কুল কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং এক সময় পদত্যাগ করেন। নিজের উদ্যোগে গ্রামের বটগাছের নিচে তৈরি করেন দূরের পাঠশালা। ছাত্র-ছাত্রীরা আগ্রহ সহকারে সেখানে পড়তে যায়। আর ঐদিকে সদ্য ইংরেজী মাধ্যম স্কুলটি তার জনপ্রিয়তা হারায়। দিদিমনির উপর অনেক চাপ আসা সত্বেও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন। একসময় চেয়ারম্যান তার ভুল বুঝতে শুরু করেন আর দিদিমনিকে তার স্কুলে নিয়ে যেতে চান। কিন্তু দিদিমনি তার দূরের পাঠশালাকেই ধরে থাকতে চান।’

নাটকটির গল্পবয়ান ও নির্মাণ করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন বিপাশা হায়াত, মামুনুর রশীদ, শার্লিন, এটিএম রাসেল, সিমি রওশন প্রমূখ।

সাতদিন/এমজেড/১৮ফেব্রুয়ারি২০১৫


নাটক

 >  Last ›