এ সপ্তাহের নাটক: ইতিবৃত্ত

২০ ফেব্রুয়ারি রাত ৯টা এসএ টিভি

চিত্রনাট্য ও পরিচালনা: নাসিরুল ইমা

অভিনয়: জয়ন্ত চট্টপাধ্যায়, মাহমুদুল হাসান মিঠু, মনিরা মিঠু


হাসিবুর রহমান বাবু’র রচনা এবং নাসিরুল ইমাম এর চিত্রনাট্য ও পরিচালনায় এসএ টেলিভিশনের এ সপ্তাহের নাটক ‘ইতিবৃত্ত’। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টপাধ্যায়, মাহমুদুল হাসান মিঠু, আরিফ মাহবুব তমাল, মনিরা মিঠু, নাদের খান, শিমুল হাওলাদার, নীল এবং শিশু শিল্পী সাজিদ

সাতদিন/এমজেড/১৯ফেব্রুয়ারি২০১৫


নাটক

 >  Last ›