সন্ধ্যা ৬টা, চ্যানেল নাইন
‘হক ব্লকবোর্ডের বাইরে’
গ্রন্থনা ও পরিচালনা ইরফান মুহাম্মদ আল আমীন
উপস্থাপনা বেনজির ইশরাত
অনুষ্ঠানটির প্রতি পর্ব একটি নির্দিষ্ট স্কুল বা কলেজকে নিয়ে সাজানো হয়। থাকে স্কুল বা কলেজ পরিচিতি, সেই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা, রয়েছে গেমশো, কুইজশো এবং প্রধান শিক্ষকের সাক্ষাৎকার। থাকছে প্রাক্তন এক সফল শিক্ষার্থীর বক্তব্য। বেনজির ইশরাতের উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন ইরফান মুহাম্মদ আল আমীন।
স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘হক ব্লকবোর্ডের বাইরে’ চ্যানেল নাইনে প্রচারিত হয় শুক্রবার সন্ধ্যা ৬টায়।