সেলিনা হোসেনের গল্প অবলম্বনে
বিশেষ নাটক ‘একুশের কৃষ্ণচূড়া’
২১ ফেব্রুয়ারি সকাল ১১টা ১৫ এটি এন বাংলা
পরিচালনা গোলাম সোহরাব দোদুল
অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, অর্ষা
১৯৫২ সালের পটভূমিতে নির্মিত হয়েছে নাটক ‘একুশের কৃষ্ণচূড়া’
রাইসুল ইসলাম আসাদ একজন দারোগা। ছেলে মীর সাব্বির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। পুত্র এবং পুত্রবধূকে নিয়ে তার সুখের সংসার। ভাষা আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল তখন মীর সাব্বির আন্দোলনে যোগ দেয়। অংশ নেয় মিছিল, মিটিংয়ে। মিছিলে গুলি চালানোর জন্য তার বাবার ওপর দায়িত্ব পড়ে। অন্য সবার সাথে বন্দুক হাতে প্রস্তুত দারোগা। মিছিল এগিয়ে আসে, কিন্তু গুলি করেন না তিনি। অন্য পুলিশরা মিছিলে গুলি চালায়। প্রাণ হারায় আন্দোলনকারী অনেকে। দায়িত্ব অবহেলার কারণে আসাদকে চাকরিচ্যুত করা হয়। মীর সাব্বির বাবার সাহতিকতায় গর্বিত হয়। কারণ সে দেশের জন্য কাজ করেছে।
এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, অর্ষা প্রমুখ।‘একুশের কৃষ্ণচূড়া’ নাটকটি ২১শে ফেব্রুয়ারি সকাল ১১টা ১৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।