মুক্তিযুদ্ধের বিশেষ নাটক
আদর্শ কারিগর
২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫০মি চ্যানেল আই
রচনা মঞ্জু সরকার
পরিচালনা নাহিদ আহমেদ পিয়াল
অভিনয় খায়রুল আলম সবুজ, জিতু আহসান, দীপা খন্দকার, সিরাজ, হারুনুর রশিদ
উনিশ’শ বায়ান্নর বালক বশির। একাত্তরের যুবক। শিক্ষার আলো থেকে বঞ্চিত হলেও বঞ্চিত হয়নি সংগ্রাম মুখর জীবনের অভিজ্ঞতা থেকে। সে কথাই বলে শিক দম্পতিকে। যে শিশুরা বড় হচ্ছে তাদের আলো দিতে হবে, সে আলোতে তারা সত্যিকারের মানুষ হয়ে উঠবে। রেবেকা-সিরাজ দম্পতি ভীষণ আলোড়িত হয় এই বয়স্ক মানুষটির কথায়। অক্ষরজ্ঞান বঞ্চিত হলেও বশির মিয়া যে অনেক বেশী শিক্ষতি জীবনদৃষ্টি আলোকে তা যেন উপলব্ধি করতে পারা গেল। মহল্লার সেরা বিত্তবান বশির মিয়া এখন স্কুলে পড়া নাতির প্রতি দুর্বলতার কারণে একটি স্কুল গড়ে তোলার স্বপ্ন দেখছেন বহুদিন থেকে। অবশেষে তার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। প্রতিষ্ঠা করেছেন নিজের বাড়িতেই একটি আদর্শ স্কুল। স্কুল ঘিরে উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শিক দম্পতি রেবেকা-সিরাজের ব্যবসায়ী মানসিকতা ও বশির মিয়ার স্বপ্নের মধ্যে যেমন ক্রমে স্পষ্ট হয়ে উঠে, তেমনি তাদের পরস্পরকে শিক্ষা দেয়ার মধ্যে ভাস্বর হয়ে উঠে সমাজ বাস্তবতার একটি দিক, অবয়ের একটি চিত্র।
চ্যানেল আইতে ২১ ফেব্র“য়ারি রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের বিশেষ নাটক আদর্শ কারিগর। রচনা মঞ্জু সরকার। পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে খায়রুল আলম সবুজ, জিতু আহসান, দীপা খন্দকার, সিরাজ, হারুনুর রশিদ প্রমুখ।