সন্ধ্যা ৭টা, ৩০ এপ্রিল ও ১ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা

পর পর দুই দিন মঞ্চস্থ হবে

দুই যে ছিল এক চাকর

প্রযোজনা: নাট্যকেন্দ্র


ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাত্যশালা’র মূল মিলনায়তনে মঞ্চাস্থ হতে যাচ্ছে নাটক ‘দুই যে ছিল এক চাকর’। ৩০ এপ্রিল ও ১ মে পর পর দুই দিন নাটকটির দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এটি নাট্যকেন্দ্রের ১২তম প্রযোজনা।

ইতালীয় নাট্যকার কার্লো গোল্ডনি’র বিখ্যাত নাটক ‘এ সার্ভেন্ট অফ টু মাস্টার্স’ অবলম্বনে নাটকটি বাংলায় রূপান্তর করেন প্রখ্যাত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খান। নাটকটির নির্দেশনায় থাকবেন তারিক আনাম নিজেই। নাটকটি মূলত কমেডি ধাঁচের হলেও এতে সিরিয়াস বিষয়ও থাকবে। ২০১৩ সালে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়।

সাতদিন/এমজেড

৩০ এপ্রিল ২০১৫

প্রদর্শনী

 >  Last ›