রাত ৯টা ২০ মি, ৩১ মে, এসএ টিভি
আমার ব্যালকনিতে কুমার বিশ্বজিৎ
উপস্থাপনা: শামীমা আখতার বেবী
প্রযোনা: আশরাফ উজ জামান
দীর্ঘ দিন ধরে তিনি সংগীত জগতে ধরে রেখেছেন জনপ্রিয়তা, সেই সাথে উপহার দিয়ে যাচ্ছেন নতুন নতুন সব গান। একাধারে তিনি শিল্পী, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চিরসবুজ শিল্পী কুমার বিশ্বজিৎকে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমার ব্যালকনি’র আড্ডায়। অনুষ্ঠানে আলাপচারিতায় দর্শকদের কাছে তুলে ধরা হবে তাঁর শৈশব, কৈশর,তারুণ্য বয়সের স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা, সংসার কিংবা জীবন দর্শন, মূল্যবোধ, পরিবার টানাপোড়েনের গল্প।
কুমার বিশ্বজিৎ ১৯৬৩ সালে চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর শৈশব কৈশোর কেটেছে চট্টগ্রামে। কর্মজীবনে প্রবেশের পর তিনি বিভিন্ন সময়ে ঢাকায় এসেছেন এবং থেকেছেন। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গানটি গেয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। এরপর ‘একতারা বাজাইও না’, ‘সীমানা’, ‘চতুর্দোলা’সহ অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি যা আমাদের সংগীত জগৎকে করেছে সমৃদ্ধ।
‘আমার ব্যালকনি’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশরাফ উজ জামান। উপস্থাপনায় থাকছেন শামীমা আখতার বেবী।
সাতদিন/এমজেড