সন্ধ্যা ৭টা, ২০ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা

নাগরিকের নাট্যোৎসবের প্রথম দিনে

ঢাকা থিয়েটারের দুটি নাটক


ঢাকা থিয়েটারের প্রযোজনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘গল্প নিয়ে গল্প’ এবং ‘ঈতি পত্রমিতা’। বরেণ্য নাট্যকার সেলিম আল দীন রচিত নাটক দুটির নির্দেশনায় থাকছেন যথাক্রমে এশা ইউসুফ এবং রুবায়েত আহমেদ।


‘গল্প নিয়ে গল্প’ নাটকটিতে অভিনয় করছেন মো: শাহজাদা সম্রাট, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম লিটন, সামিউন জাহান দোলা, মো: শরীফ হাসান চৌধুরী এবং অনিক ইসলাম। নাটকটির নির্দেশনা দেওয়ার পাশাপাশি এশা ইউসুফ এ নাটকের মঞ্চ পরিকল্পনা, কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনা করেছেন। নাটকের সংগীত পরিকল্পনা করেছেন শিমুল ইউসুফ।

‘ঈতি পত্রমিতা’ মূলত সেলিম আল দীন’র একটি টেলিভিশন নাটক। শেক্সপিয়রের কমেডি অফ এররস-এর আদলে সেলিম আল দীন টেলিভিশনের জন্য বেশ কিছু নাটক লিখেছেন। সেগুলোর একটি ‘ইতি পত্রমিতা’।

নাটকটির মঞ্চনির্দেশনা ও শিল্পরূপ দিয়েছেন রুবাইয়াত আহমেদ। অভিনয়ে আছেন রফিকুল ইসলাম, সুমন ইব্রাহিম, হাস্নাত মিথুন, জয়শ্রী মজুমদার লতা, ফাহমিদা রিপা, সালাউদ্দিন আধার, রজব আলী, প্রশান্ত মোদক। এটি ঢাকা থিয়েটারের ৪২তম প্রযোজনা।

সাতদিন/এমজেড

২০ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›