রাত ১০টা ৫৮মি, ২৫ জুন, এটিএন বাংলা
‘গানে গানে গল্প’র অতিথি
আইয়ুব বাচ্চু
পরিচালনা: রুমানা আফরোজ
জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ব্যান্ডদল এলআরবিকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু পরিবেশন করবেন তার জনপ্রিয় গানগুলো। উপস্থাপিকার সাথে আলাপচারিতার ফাঁকে ফাঁকে দর্শকদের জন্য গান গাইবেন তিনি। জানাবেন পুরনো স্মৃতিকথা, গান সম্পর্কে নিজের ভালোলাগার কথাও। সুখেরই পৃথিবী, এখন অনেক রাত, হাসতে দেখ, একদিন ঘুমভাঙ্গা শহরে, সেই তুমি, সাবিত্রী রায়ের মতো জনপ্রিয় গানগুলো দর্শক শ্রোতা উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠানে।
সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে গল্প’ প্রচারিত হবে এটিএন বাংলায় ২৫ জুন রাত ১০টা ৫৮মিনিটে।
সাতদিন/জেকে