রাত ১১টা ৩০ মি, ৩ মে, মাছরাঙা টেলিভিশন

রহস্যগল্প নিয়ে আড্ডা

মধ্যরাতের ট্রেন-এর অতিথি মাহবুব আলম

উপস্থাপনা: অশোক ব্যাপারী
প্রযোজনা: আবুল হোসেন খোকন

রহস্যজীবনের গল্প নিয়ে মাছরাঙা টিভির অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’। জীবনে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হই আমরা যা শুনলে অবিশ্বস্য মনে হয়। জীবনে ঘটে যাওয়া এমন কিছুই ভৌতিক বা অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে তৈরি হয় ‘মধ্যরাতের ট্রেন’। প্রতি পর্বে একজন অতিথি তার জীবনের রহস্যময় অভিজ্ঞতা বর্ণনা করেন। অতিথিরা অনেক সময় তারকা ব্যক্তিত্ব হয়ে থাকেন। তবে যে কোন সাধারণ মানুষও এই অনুষ্ঠানের অতিথি হয়ে আসতে পারেন। আবুল হোসেন খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অশোক ব্যাপারী। প্রচারিত হবে রাত ১১টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

৩ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›