সন্ধ্যা ৭টা ৫০মি, একুশে টেলিভিশন
জাতীয় কবির গান ও কবিতা নিয়ে
সম্পূর্ণ নজরুল
গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনা: ইরশাদ আহমেদ শাহীন
প্রযোজনা: মারিয়া মরিয়ম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘সম্পূর্ণ নজরুল’। নজরুল আমাদের সবার কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। বিদ্রোহী, প্রেমিক, সাধক বিবিধ পরিচিতি তাঁর। সর্ব পরিচয় মিলেমিশে একাকার হলে তবেই তিনি সম্পূর্ণ কাজী নজরুল ইসলাম। ‘সম্পূর্ণ নজরুল’ অনুষ্ঠানটিতে নজরুলের কর্মময় বিচিত্র জীবন যাপন এবং তাঁর সাহিত্য চর্চার বিভিন্ন দিক ফুটিয়ে তোলার চেষ্ট করা হয়েছে। যুদ্ধকালিন নজরুলের অবস্থানসহ পারিবারিক জীবনের বিভিন্ন দিক উঠে আসবে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে নজরুলের উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টরি’সহ আবৃত্তি, পাঠ, গান এবং বিশিষ্ট জনদের স্মৃতিচারণ থাকবে।
‘সম্পূর্ন নজরুল’ অনুষ্ঠানটি গবেষনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইরশাদ আহমেদ শাহীন এবং প্রযোজনা করেছেন মারিয়া মরিয়ম। অনুষ্ঠানটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড