সন্ধ্যা ৬টা ২০ মি, ৮ এপ্রিল, এসএ টিভি
সন্ধ্যার মেঘমালায় অনুপম কুমার পাল
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সন্ধ্যার মেঘমালা। বৈঠকী গানের এই অনুষ্ঠানের প্রতি পর্বে এক বা একাধিক গুণী সংগীতশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীবৃন্দ পরিবেশন করে থাকেন বৈঠকী আমেজের গান। এতে প্রবীণ প্রতিষ্ঠিত শিল্পীবৃন্দ যেমন আমন্ত্রিত হয়ে থাকেন তেমনি তরুণ সম্ভাবনাময় শিল্পীবৃন্দও আমন্ত্রণ পেয়ে থাকেন। অনুষ্ঠানের এবারের পর্বে সংগীত পরিবেশন করবেন লিনু বিল্লাহ।
কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড