সকাল ৮টা, ২৪ মে, মোহনা টেলিভিশন
মোহনার সকালের অতিথি শাহিন সামাদ
প্রযোজনা: এ বাবুল
মোনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আজমেরি জেমস হাউজ মোহনার সকাল। প্রতিদিন সকালে একজন গুণী শিল্পীকে দর্শক-শ্রোতার সামনে হাজির করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রভাতী গানের এই আসরে এবারে উপস্থিত থাকছেন প্রখ্যাত সংগীতশিল্পী শাহিন সামাদ।
শাহিন সামাদ দীর্ঘ দিন ধরে সংগীত চর্চা করছেন। মূলত নজরুল সংগীতের শিল্পী হলেও তিনি, উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও আধুনিক গানের চর্চা করে থাকেন। উল্লেখ্য, তিনি মুক্তিযুদ্ধের সময় সাংস্কৃতিক যোদ্ধা হিসবে কাজ করেছেন। তিনি একটি সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ও শরনার্থী শিবিরে ঘুরে ঘুরে বাঙালিদের উজ্জিবিত করতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সাতদিন/এমজেড