সন্ধ্যা ৬টা ২০ মি, ১৬ জুন, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায়
মিতু রানী কর্মকার
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘সন্ধ্যার মেঘমালা’। বৈঠকী গানের এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। এবারের পর্বে আমন্ত্রিত অতিথি মিতু রানী কর্মকার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
তরুণ শিল্পী মিতু বাংলাদেশের সংগীত জগতের সম্ভাবনাময় শিল্পীদের একজন। এ বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত একটি যৌথ অ্যালবামের দুটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। ‘খুঁজি তোমায়’ শিরোনামের এই অ্যালবামে মোট নয়টি গান আছে যার মধ্যে দুটি গান গেয়েছেন মিতু রানী কর্মকার।
সাতদিন/এমজেড