সন্ধ্যা ৬টা ২০ মি, ১৭ জুন, এসএ টিভি
সন্ধ্যার মেঘমালায় অনিরুদ্ধ সেন গুপ্ত
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারী প্রযোজক: মনি পাহাড়ী
এসএ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে ‘সন্ধ্যার মেঘমালা’। বৈঠকী গানের এই আসরে আমন্ত্রণ জানানো হয় দেশের একজন গুণী শিল্পকে। সন্ধ্যকালিন গানের এই আসরে এবার আসছেন প্রখ্যাত সংগীতশিল্পী অনিরুদ্ধ সেন গুপ্ত।
তিনি প্রধানত রবীন্দ্রসংগীত পরিবেশন করে থাকেন। পাশাপাশি পুরানো বাংলা গান ও অন্যান্য গান পরিবেশন করে থাকেন। ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
সাতদিন/এমজেড