বিকাল ৫টা চ্যানেল আই

ধারাবাহিক নাটকঃ সেলাই পরিবার

পরিচালনা: রোকেয়া প্রাচী

অভিনয়: দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহমেদ রুবেল

দেশের গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প নিয়ে নির্মিত হল ধারাবাহিক নাটক ‘সেলাইপরিবার’। সৈয়দ এ কে আনোয়ারুজ্জামানের মূল ভাবনা থেকে এটি নির্মাণ করেছেন রোকেয়া প্রাচী। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার বিকেল সাড়ে ৫টায় নাটকটি চ্যানেল আই-এর পর্দায় প্রচার হবে।

 

সেলাই পরিবার নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহমেদ রুবেল, লুৎফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, মাজনুন মিজান, সুমনা সোমা, নিশা, অলিউল হক রুমি, দিহান, শামিমা তুষ্টি, সাজ্জাদ রেজা, আস্থা, উজ্জল, সাজ্জাদ রাজিব, ইমন, পিয়াল, মিল্টন, বিথীরানীসরকার, কাজীরাজু, রাসেলপ্রমুখ।

ক্যামেরায় রয়েছেন হাসান ও আহাদ, সহকারী পরিচালক হিসেবে রয়েছেন তানজু এবং কারিগরি সহায়তায় রয়েছে ইন্টার কাট সলিউশন। সেলাই পরিবার ধারবাহিক নাটকটি প্রযোজনা করছে এস এম স্টাইল লিমিটেড (স্মার্টেক্স) এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আনোয়ারা বেগম।

 

নাটকটির প্রযোজক আনোয়ারা বেগম বলেন, ‌‘আমরা আসলে গার্মেন্টস কর্মীদের সম্মান জানানোর জন্যই এধারাবাহিক নাটকটি প্রযোজনা করছি। সেলাই পরিবারের সন্তানেরা এতো পরিশ্রম করে বিদেশে বাংলাদেশকে তুলে ধরছে। আমরা তাদের গল্পই এ নাটকে তুলে ধরবো।’

নির্মাতা রোকেয়া প্রাচী বলেন, ‘একটা ডক্যুমেন্টারী নির্মাণের সূত্র ধরে পরিচয় হয় স্মার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এ কে আনোয়ারুজ্জমান সাহেবের সঙ্গে। তিনি আমাকে বলেন, ‘এই যে আমাদের গার্মেন্টস শিল্পে এতো মানুষ কাজ করে তাদের জীবনের গল্প নিয়ে কি কোনো ধারাবাহিক নাটক নির্মাণ করা যায়? আমি বললাম, অবশ্যই করা যাবে। সেই থেকে আসলে এই সেলাই পরিবার-এর অভিযাত্রা।

 

প্রাচী আরও বলেন, ‘এর পর গার্মেন্টসে গিয়ে পোশাক শ্রমিকদের উপর বেশ কিছু রিসার্চওয়ার্ক করেছি। সেখান থেকে একটা গল্প তৈরি করে এ ধারাবাহিক নাটকটি নির্মাণ করছি। এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। সমাজের প্রতি এক ধরণের দায়বদ্ধতার জায়গা থেকেই আসলে সেলাই পরিবার ধারাবাহিক নাটকটি নির্মিত হয়েছে। এ ধারবাহিকটির মাধ্যমে পোশাক শ্রমিকদের জীবনের গল্পগুলোকেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি।’

সাতদিন/এমজেড

২৪ জুন ২০১৫

নাটক

 >  Last ›