রাত ৮টা ১৫ মি,৩০ মার্চ, চ্যানেল নাইন

ক্রিকেটের বিশ্বকাপ-এ অতিথি

খালেদ মাসুদ পাইলট

প্রযোজক: ফজলে এলাহী নিপুন

বিশ্বকাপ নিয়ে চ্যানেল নাইন-এর বিশেষ আয়োজন ক্রিকেটের বিশ্বকাপ। অনুষ্ঠানটির প্রতি পর্বে তুলে ধরা প্রতিদিনের খেলার বিশ্লেষণ এবং পরবর্তী খেলা নিয়ে আলোচনা। এতে আমন্ত্রণ জানানো হয় বর্তমান বা সাবেক কোন ক্রিকেটারকে। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

খালেদ মাসুদ পাইলট ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি ছিলেন একজন উইকেট কিপার এবং ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে তিনি ৪৪টি টেস্ট ও ১২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ছেন। টেস্টে তাঁর ১টি শতক ও ৩টি অর্ধশত রানের ইনিংস রয়েছে। একদিনের খেলায় তাঁর ৭টি অর্ধশত রানের ইনিংস রয়েছে।

সাতদিন/এমজেড

৩০ মার্চ ২০১৫

স্পোর্টস

 >