রাত ৯টা, ২৫ এপ্রিল, মাছরাঙা টেলিভিশন

অদিতি মহসিনের উপস্থাপনায় ‘আলোর ভুবনে’র অতিথি

আবুল হায়াত ও চন্দনা মজুমদার

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আলোর ভূবনে’। সমাজে এমন কিছু মানুষ আছেন যারা মেধা, শ্রম ও নিষ্ঠায় নিজেদেরকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। বিভিন্ন অঙ্গনের এমন আলো ছড়ানো মানুষদের নিয়ে মাছরাঙা টেলিভিশন নির্মাণ করছে বিশেষ এই অনুষ্ঠান। জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের উপস্থাপনায় এ অনুষ্ঠানের প্রচার শুরু হবে ৭ মার্চ থেকে। প্রতি শনিবার রাত ৯ টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন গুণী অভিনেতা আবুল হায়াত। সেই সাথে থাকবেন সংগীতশিল্পী চন্দনা মজুমদার। আবুল হায়াতের পছন্দের গান গেয়ে শোনাবেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

উল্লেখ্য, অদিতি মহসিন এবং চন্দনা মজুমদার এই দুই তারকা শিল্পীই এতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর শিক্ষক হিসবে দায়িত্ব পালন করেছেন। সেই সূত্রে তাঁরা দুজনই সহকর্মী। অপরদিকে আবুল হায়াত একাধারে মঞ্চ, ছোট পর্দা এবং বড় পর্দায় অভিনয় করে আসছেন দীর্ঘ দিন ধরে। বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় অভিনেতাদের তিনি একজন। এই তিন তারকার একই মঞ্চে উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

সাতদিন/এমজেড

২৫ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›