সন্ধ্যা ৭টা, ২২ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা

নাগরিকের নাট্যোৎসবে

মঞ্চ নাটক: হাওয়াই

প্রযোজনা: নয়ে নাটুয়া (ভারত)

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে ভারতের নয়ে নাটুয়া নাট্যদল প্রযোজিত নাটক ‘হাওয়াই’। নাটকটি লিখেছেন রতন দাস এবং নির্দেশনায় আছেন গৌতম হালদার। নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত নাট্য উৎসবের অংশ হিসেবে এই নাটক মঞায়িত হবে।

সাতদিন/এমজেড

২২ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›