সন্ধ্যা ৭টা ৩০ মি, ২৫ এপ্রিল, রুশ দূতাবাস, ঢাকা

রুশ চলচ্চিত্র প্রদর্শনী

দ্য ক্রেইনস আর ফ্লাইং


রাশিয়ার স্বাধীনতা যুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে রুশ দূতাবাসে এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবের শেষ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মিখাইল কালাতভ পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ক্রেইনস আর ফ্লাইং’। ১৯৫৭ সালে নির্মিত এই চলচ্চিত্রটি কান উৎসবে পাম দ্য’অর পুরস্কার জিতে নেয়। এতে অভিনয় করেছেন তাতিয়ানা সাময়লোভা, আলেক্সেই বাতালোভ, ভাসালি মের্কুরিয়েভ, আলেক্সান্দার স্ভোরিন, স্ভেতলানা খারিতোনোভা’সহ আরও অনেকে।


এক চিরন্তন প্রেমেরর গল্প বর্ণিত হয় এই চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়া বরিস নামের এক রুশ তরুণের প্রেমীকাকে কেন্দ্র করে। নাম তার ভেরোনিকা। বরিস যখন যুদ্ধে মৃত্যুর ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছিল তখন ভেরোনিকার সামনে অপেক্ষা ছাড়া আর কিছুই করার ছিল না। এক পর্যায়ে জার্মান বাহিনী ভেরোনিকার আবাসস্থল পর্যন্ত এসে পড়ে। চারিদিকে ধ্বংসযজ্ঞ। হাজারও বিপদের মধ্যে ভেরোনিকা তার প্রেমিককে এক মুহুর্তের জন্যও ভুলেনি। এমনই এক গল্প নিয়ে এগিয়ে যায় চলচ্চিত্র ‘দ্য ক্রেইনস আর ফ্লাইং’।

সাতদিন/এমজেড

২৫ এপ্রিল ২০১৫

মুভি

 >  Last ›