রূপকথার গল্প অবলম্বনে
সিন্ডেরেলা
পরিচালনা: ক্যানেথ ব্র্যানাগ
অভিনয়: লিলি জেমস, রিচার্ড ম্যাডেন, কেট ব্ল্যানচেট
তার পিতার আকস্মিক মৃত্যুর পর তরুণী এলা তার সৎ মা এবং সৎ বোনের দয়ার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। চরম দুর্দশার মধ্যেও সে হতাশ হয়নি। একদিন বনের মধ্যে তার সাথে দেখা হয়ে যায় এক দুঃসাহসী তরুণের। এরপর এক বলনাচের দাওয়াতে সেই তরুণের সাথে দেখা হওয়ার সম্ভাবনা জাগে। তার সাথে সখ্যতা গড়ে উঠার আশা জাগে এলার মনে। কিন্তু তার সৎ মা তাকে যেতে দেয় না। এমন সময় এক ভিক্ষুক এসে তাকে সহযোগীতা করে যার ছিল কিছু জাদুকরী ক্ষমতা। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
সদ্য মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন ক্যানেথ ব্র্যানাগ। এতে অভিনয় করেছেন লিলি জেমস, রিচার্ড ম্যাডেন, কেট ব্ল্যানচেট, স্টেলান স্কার্সগার্ড, হলিডে গ্রেইনজার’সহ আরও অনেকে।
প্রদর্শনীর সূচি:
স্টার সিনেপ্লেক্স- দুপুর ২:০০ ও সন্ধ্যা ৭:৩০
যোগাযোগ:
ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com
সাতদিন/এমজেড