সন্ধ্যা ৭টা, ২২ এপ্রিল, শিল্পকলা একাডেমি, ঢাকা
শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে
মঞ্চ নাটক: সে রাতে পূর্ণিমা ছিল
পরিবেশনায়: আরশিনগর থিয়েটার
ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ মিলনায়তনে মঞ্চাস্থ হতে যাচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা ছিল’ অবলম্বনে একই শিরোনামের একটি নাটক। আরশিনগর থিয়েটারের প্রযোজনায় এবং সম্ভাবনাময় নাট্যকার রেজা আরিফের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হবে।
এতে দেখা যায় সুহাসিনী নামের একটি গ্রামের কিছু লোক এক পূর্ণিমার রাতে বসে মফিজুদ্দিন নামের গ্রামের এক অসম্ভব জনপ্রিয় ব্যক্তিকে নিয়ে গল্প করে। তাদের আলোচনা থেকে জানা যায় মফিজুদ্দিন অনেক বছর আগে কোন এক ভাদ্র মাসের পূর্ণিমার রাতে সপরিবারে নিহত হয়। এরপর ফ্লাশব্যাকের মাধ্যমে উপস্থাপিত মফিজুদ্দিন এবং তার পরিবারের গল্প। এ শুধু মফিজুদ্দিনের গল্প নয়, এ গল্প সুহাসিনীর জনগণের সুখ-দুঃখের গল্প। সত্যিকার অর্থে বলতে গেলে এ গল্পের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, জনগণের সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী পরিস্থিতি ইত্যাদি বিষয়। তবে গল্পটি স্থান-কালের সীমাকে অতিক্রম করে মানুষের চিরন্তন সংগ্রাম, ভালোবাসা, আশা, আশা-ভঙ্গের বেদনা ইত্যাদি বিষয়কে সামনে নিয়ে আসে।
শহীদুল জহিরের অমর সৃষ্টি ‘সে রাতে পূর্ণিমা ছিল’। এই উপন্যাসের সত্যিকার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় আরশিনগর প্রযোজিত নাটকটিতে। এটি আরশিনগরের প্রথম প্রযোজনা।
সাতদিন/এমজেড