সন্ধ্যা ৬টা ১৫মি, ১৫ এপ্রিল, এটিএন বাংলা

কথামালা’র অতিথি

সেলিনা হোসেন এবং সৈয়দ মনজুরুল ইসলাম

বিষয়: ব্যাকরণ

উপস্থাপনা: মুস্তফা নুরুল ইসলাম

পরিচালনা: তাশিক আহমেদ

এটিএন বাংলায় নিয়মিত প্রচারিত হচ্ছে আড্ডা ও আলোচনার অনুষ্ঠান ‘কথামালা’। বিশিষ্ট গবেষক মুস্তফা নুরুল ইসলামের উপস্থাপনায় এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ও বরেণ্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে থাকেন। অনুষ্ঠানের প্রতি পর্বে একটি আলোচনার বিষয় ঠিক করা হয় এবং সেই বিষয় সংশ্লিষ্ঠ বরেণ্য কোন ব্যক্তিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানটির এবারের অতিথি সাহিত্যিক সেলিনা হোসেন ও সাহিত্যিক ও অধ্যাপক মনজুরুল ইসলাম। এবারের আলোচ্য বিষয় ‘ব্যাকরণ’।

সেলিনা হোসেন মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। বাংলা একাডেমিতে গবেষণা সহকারী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে বাংলা একাডেমি’র প্রথম নারী পরিচালক হওয়ার গৌরব অর্জন করেন এই গুণী লেখক। ২০০৪ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন। তাঁর লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে—‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘ভূমি ও কুসুম’, ‘পূর্ণ ছবির মগ্নতা’, ‘ভালোবাসা প্রীতিলতা’ ইত্যাদি।

সৈয়দ মনজুরুল ইসলাম সিলেট শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন ১৯৭১ ও ১৯৭২ সালে। ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইয়েটস-এর কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন। বর্তমানে সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপনা করছেন।তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে নন্দনতত্ত্ব, কতিপয় প্রবন্ধ, থাকা না থাকার গল্প, স্বনির্বাচিত শ্রেষ্ঠগল্প, আজগুবী রাত ইত্যাদি।

সাতদিন/এমজেড

 

১৫ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›