দুপুর ২ টা ৩০ মি, এসএ টিভি

শিক্ষামূলক অ্যানিমেশন

ডোরা : দি এক্সপ্লোরার


লেখাপড়ার ব্যবস্ততার ফাঁকে শিশুরা চায় বিনোদন। তাদের মানসিক বিকাশে এটা প্রয়োজনীয়ও বটে। অ্যানিমেটেড ছবি, কার্টুন ইত্যাদির প্রতি আকৃষ্ট হয় তারা। কার্টুন শিশুদের মনোজগতের উপর বিশেষ ধরনের প্রভাব বিস্তারকারী ক্ষমতা রয়েছে।


শিশুদের জন্য এস এ টিভি প্রচার করছে জনপ্রিয় শিক্ষামুলক কাটুন 'ডোরা : দি এক্সপ্লোরার'

বাংলা ভাষায় রুপান্তরিত জনপ্রিয় এই কার্টুন সিরিজটি প্রতি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সম্প্রচার করা হয়। ‘ডোরা : দি এক্সপ্লোরার’ বাংলা ভাষান্তরে শিশুশিল্পীদের কণ্ঠনির্দেশনা দিয়েছে সন্ধি। ম্যাপ, ট্রোল, ফক্স তিন-তিনটে চরিত্রেও কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী সন্ধি।

শিক্ষামূলক অ্যানিমেশন ডোরা : দি এক্সপ্লোরার' সার্বিক সহযোগিতায় রয়েছে পারফেট্টি ভেন মেলে বাংলাদেশ প্রা. লি. এবং ক্রেইন্স লিমিটেড।

১২ আগস্ট ২০১৫

বিবিধ