সন্ধ্যা ৬টা ২০ মি, ১৮ এপ্রিল, এসএ টিভি
সন্ধ্যার মেঘমালায় তানজিনা রুমা
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারি প্রযোজক: মনি পাহাড়ী
এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী তানজিনা রুমা। গান শিখেছেন নীলুফার ইয়াসমিন এবং ওস্তাদ ফুল মোহাম্মদের মত খ্যাতিমান শিল্পীর কাছে। তিনি প্রধানত নজরুলসংগীত পরিবেশন করে থাকেন। পাশাপাশি আধুনিক গানও করে থাকেন। নিয়মিত চলচ্চিত্রের গানেও কন্ঠ দিচ্ছেন এই গুণী শিল্পী।
তানজিনা রুমা আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত সান্ধ্যকালিন গানের আসর ‘সন্ধ্যার মেঘমালা’র অতিথি হয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু। সহকারি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মনি পাহাড়ী।
সাতদিন/এমজেড