সন্ধ্যা ৬টা ২০ মি, ১৯ এপ্রিল, এসএ টিভি

সন্ধ্যার মেঘমালায় পিংকি ছেত্রী

প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহাকারি প্রযোজক: মনি পাহাড়ী


পাওয়ার ভয়েজ নামের গানের প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীত জগতে আগমন ঘটে পিংকি ছেত্রী’র। সুরেলা কন্ঠের জন্য অল্প দিনেই শ্রোতাদের মন জয় করে নেন তিনি। ইতোমধ্যে অনেকগুলো যৌথ অ্যালবামে কাজ করেছেন। গানের পাশাপাশি অভিনয়ও করছেন অনিয়মিতভাবে।


পিংকি ছেত্রী আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান ‘সন্ধ্যর মেঘমালা’র অতিথি হয়ে। বৈঠকী গানের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু। সহকারি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মনি পাহাড়ী।

সাতদিন/এমজেড

১৯ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›