রাত ৯টা ২০ মি, ৭ জুন, এসএটিভি
‘আমার ব্যালকনি’তে শম্পা রেজা ও তার ছেলে
উপস্থাপনা: শামীমা আখতার বেবী
প্রযোজনা: আশরাফ উজ জামান
দেশের আলোচিত তারকা ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠান ‘আমার ব্যালকনি’। এসএটিভির এই অনুষ্ঠানের এবারের পর্বেও অতিথি থাকছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী শম্পা রেজা ও তার ছেলে। অনুষ্ঠানে আলাপচারিতায় দর্শকদের কাছে তুলে ধরেন অতিথির শৈশব, কৈশর,তারুণ্যের স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা, সংসার কিংবা জীবন দর্শন, মূল্যবোধ, পরিবার টানাপোড়েনের গল্প।
অভিনয় জগতের অতি পরিচিত মুখ শম্পা রেজা ছোট পর্দায় অভিনয় করছেন দীর্ঘ দিন ধরে। পাশাপাশি সংগীত চর্চা করে আসছেন। ২০১১ সালে ‘গেরিলা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘শতরূপে শতবার’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ শিরোনামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সেলিম আল দীন ও মাসুম রেজা’র গবেষণাধর্মী চিত্রনাট্য অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘হাসন রাজা’তে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া টেলিভিশনে তাঁর অভিনয়ে প্রচারিত হচ্ছে ‘মায়ার খেলা’ ও ‘প্রজ্ঞা পারমিতা’ শিরোনামের দুটি ধারাবাহিক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের আলোচিত টিভি উপস্থাপিকা শামীমা আখতার বেবী। আশরাফ উজ জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএটিভিতে প্রচারিত হবে ৭ জুন রাত ৯টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড