সন্ধ্যা ৬টা ২০ মি, ২১ এপ্রিল এসএ টিভি
সন্ধ্যার মেঘমালা’য়
আজিজুর রহমান তুহিন
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারী প্রযোজক: মনি পাহাড়ী
এসএ টেলিভিশনের নিয়মিত বৈঠকী গানের আয়োজন ‘সন্ধ্যার মেঘমালা’য় আসছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী ও ছায়ানটের শিক্ষক আজিজুর রহমান তুহিন।
আজিজুর রহমান তুহিন ষোল বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে গান শেখা শুরু করেন। একাডেমির শিক্ষক আব্দুল মোত্তালিব বিশ্বাস তাঁর প্রথম সঙ্গীত গুরু। এরপর শিল্পী তপন মাহমুদ এবং খন্দকার আবুল কালামের কাছেও তিনি সঙ্গীতে তালিম নেন। ১৯৯২ সালে আজিজুর রহমান তুহিন শান্তিনিকেতনে রবীন্দ্র সঙ্গীত বিভাগে ভর্তি হন এবং ১৯৯৮ সালে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
‘সন্ধ্যার মেঘমালা’ প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু। অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে আছেন মনি পাহাড়ী।
সাতদিন/এমজেড