সন্ধ্যা ৬টা ২০ মি, ২২ এপ্রিল, এসএ টেলিভিশন

সন্ধ্যার মেঘমালায় শাকিলা সাকি

প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারি প্রযোজক: মনি পাহাড়ী


বাংলাদেশের সংগীত জগতে নতুন মুখ শাকিলা সাকি। সম্প্রতি জি সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে শাকিলা সাকির প্রথম অডিও অ্যালবাম ‘শাকিলা সাকি : ভলিউম ওয়ান’। ১০টি ভিন্ন ভিন্ন ধাঁচের গান দিয়ে সাজানো হয়েছে ‘শাকিলা সাকি : ভলিউম ওয়ান’। ইতোমধ্যে কয়েকটি চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন শাকিলা। এর মধ্যে ‘পাগল তোর জন্য রে’, ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘তোমার জন্য আমি’ উল্লেখযোগ্য।


শাকিলা সাকি আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘সন্ধ্যার মেঘমালা’য়। বৈঠকী গানের এই আয়োজনটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু। সহকারি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মনি পাহাড়ী।

সাতদিন/এমজেড

২২ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›