সন্ধ্যা ৬টা ২০ মি,২৩ এপ্রিল, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় মল্লিকা
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারি প্রযোজক: মনি পাহাড়ী
ছোটবেলা থেকেই লেখা-পড়ার পাশাপাশি সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন মল্লিকা। বাবা-মায়ের উৎসাহে মল্লিকার গানে হাতেখড়ি হয় ওস্তাদ খন্দকার আহমেদের কাছে। ৪/৫ বছর তাঁর কাছে উচ্চাঙ্গ ও আধ৬উনিক সংগীতে তালিম নেন মল্লিকা। এরপর পণ্ডিত সুনীল চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। ২০০০ সাল থেকে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী হিসেবে সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন। ২০০৫ সালে ১০টি গান নিয়ে তাঁর প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয়। এ পর্যন্ত তাঁর ৭টি সিডি ও ২টি ডিভিডি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের সংগীত জগতের এই নতুন নক্ষত্রকে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘সন্ধ্যার মেঘমালা’র অতিথি হিসেবে। বৈঠকী গানের এই আয়োজনটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু। সহকারি প্রযোজক হিসেবে আছেন মনি পাহাড়ী।
সাতদিন/এমজেড