রাত ১১টা, ১২ এপ্রিল, জিটিভি
বাঙালি বিশ্বময় অনুষ্ঠানে
উৎপল দত্ত’কে নিয়ে দুই পর্ব একসাথে
উপস্থাপনা: রোকেয়া প্রাচী
প্রযোজনা: অরিন্দম মুখার্জি বিংকু
কীর্তিমান বাঙালিদের জীবন ও কর্মকে সাধারণ দর্শকদের সামনে তুলে ধরতে জিটিভির বিশেষ আয়োজন ‘বাঙালি বিশ্বময়’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন খ্যাতিমান বাঙালির বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন-চরিত্র, কর্ম, সাফল্যগাঁথা দর্শকদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি তাঁকে নিয়ে মন্তব্য ও আলোচনা করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটির এবারের পর্বটি নির্মিত হয়েছে বিখ্যাত অভিনেতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক উৎপল দত্ত’কে নিয়ে। এবারের পর্বে উৎপল দত্তকে নিয়ে বলবেন অভিনেতা শংকর শাহজালাল, আতাউর রহমান, বাবুল বিশ্বাস, সেলিম রেজা সেন্টু প্রমূখ।
উৎপল দত্তের জন্ম ১৯২৯ সালে, অবিভক্ত বাংলার বরিশালে। দেশ ভাগের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে থেকে যান। মঞ্চে অভিনয়ের মাধ্যমে তাঁর শিল্পী জীবনের সূচনা হয়। তাঁকে গ্রুপ থিয়েটার অঙ্গনে সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয়। সত্যজিৎ রায়ের পরিচালনায় তিনি ‘হীরক রাজার দেশে’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘আগন্তুক’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাট্যকার হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছেন। ‘টিনের তলোয়ার’, ‘মানুষের অধিকার’ ইত্যাদি তাঁর বিখ্যাত নাটক। ১৯৯৩ খ্রিস্টাব্দের ১৯ আগস্ট তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘বাঙালি বিশ্বময়’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন রোকেয়া প্রাচী।
সাতদিন/এমজেড