বিকাল ৫টা ৩০ মি, ৫ এপ্রিল, এসএটিভি
বেলাশেষে’র অতিথি আতাউর রহমান
প্রযোজনা: কাজী চপল
উপস্থাপনা: এলিনা শাম্মী
দীর্ঘ দিন ধরে মঞ্চে কাজ করে যাচ্ছেন প্রবীন অভিনেতা আতাউর রহমান। অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন। এ ছাড়া লেখালেখির সাথেও যুক্ত আছেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথেই তাঁর অভিনয়ে পথ চলা শুরু হয়েছিল। নাগরিকের হয়ে অভিনেতা হিসেবে তিনি এক হাজারের অধিক সময় মঞ্চে অবতীর্ণ হয়েছেন, অন্য দলের হয়েতো আছেই। বিখ্যাত নাট্যকার জিয়া হয়দারের অনুপ্রেরণাতেই তিনি নাটকের চর্চা শুরু করেন। মঞ্চের এই গুণী শিল্পীকে নিয়মিত দেখা গেছে ছোট পর্দায়ও।
আতাউর রহমান আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাট্যব্যক্তিত্ব কাজী চপল।
সাতদিন/এমজেড