অপূর্ব9

রাত ১১ টা ৩০ মি, ১৫ আগস্ট, এনটিভি

বিশেষ নাটক: চশমা

রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান

অভিনয়: অপূর্ব, মৌসুমী হামিদ, দিলারা জামান


এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘চশমা’। নাটকে দেখা যায়— একটি মিথ্যাকে সত্যি বলতে হবে অপুকে। একটি অন্যায়কে ন্যায়। বিনিময়ে সে পাবে মোটা অংকের টাকা, পদোন্নতি। আর যদি সে তা না করে তাহলে তার বিরুদ্ধে আনা হবে অনৈতিকতার অভিযোগ। কী করবে সে, মূল্যবোধ বিসর্জন দেবে নাকি তার আদর্শ আঁকড়ে ধরে থাকবে? সে সময় তাঁর পাশে এসে দাঁড়ালেন একজন, তিনি বললেন যুদ্ধ করো। কী করবে অপু?

 

ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনা নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মৌসুমী হামিদ, দিলারা জামান, আল মনসুর, নূপুর, সিদ্দিক মাস্টার, কেয়া, রাসেল, সিয়ামাত প্রমূখ।

 

সাতদিন/এমজেড

১৫ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›