মুক্তিযুদ্ধের পটভূমিতে প্রেমের গল্প

এইতো প্রেম

পরিচালনা: সোহেল আরমান
অভিনয়: শাকিব খান, বিন্দু, শহিদুজ্জামান সেলিম, রামেন্দু মজুমদার

পুরোহিতের মেয়ে মাধবী’র সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে একই গ্রামের স্কুলশিক্ষকের ছেলে সূর্য। এরই মধ্যে একদিন গ্রামে ঢোকে পাকিস্তানি বাহিনী। এক দিকে দেশ বাঁচানোর যুদ্ধ, অন্য দিকে এক জোড়া মনের যুদ্ধ। পাকিস্তানি বাহিনী পুরোহিতকে হত্যা করে। দেশকে শত্রুমুক্ত করতে মাধবীকে রেখে ছেলেটি চলে যায় যুদ্ধ করতে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘এইতো প্রেম’।

সোহেল আর্মান পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, বিন্দু, শহিদুজ্জামান সেলিম, রামেন্দু মজুমদার, আফরোজা বানু, সৈয়দ হাসান ইমাম প্রমূখ।

প্রদর্শনী’র সূচি:

বলাকা- দুপুর ১২:০০, বিকাল ৩:০০ ও সন্ধ্যা ৬:০০

যোগাযোগ:

বলাকা:
ফোন নাম্বার: ৯৮৮৭২০২, ০১৮৪০১৯৭২০৭
ই-মেইল: support@paypoint.com.bd

সাতদিন/এমজেড

৪ এপ্রিল ২০১৫

মুভি

 >  Last ›