রাত ৯টা ৫০ মি, ২৯ মার্চ, আরটিভি
ধ্রপদী কাহিনীর অতিথি পুতুল
সঞ্চালনা ও পরিচালনা: পুতুল
ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের সেরা দশের শিল্পী পুতুল।সঙ্গীত নিয়েই ক্যারিয়ার গড়তে চান বলে সঙ্গীত বিষয়েই পড়াশুনা করেছেন তিনি।
পুতুলের সঙ্গীতে হাতেখড়ি তার বড় বোনের কাছ থেকে। এর পর ওস্তাদ সুরেন বর্মণ, ওস্তাদ আতিকুর রহমানের কাছে তালিম নিয়েছেন। বর্তমানে সুজিত মোসত্মফার কাছে সঙ্গীত শিখছেন। ছোটবেলা থেকে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
তিনি আসছেন আরটিভি’র নিয়মিত আড্ডা আলোচনার অনুষ্ঠান ধ্রুপদী কাহিনীর অতিথি হয়ে। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেছেন শান্তা ইসলাম।
সাতদিন/এমজেড