সকাল ১০টা ২০ মি, ২৯ মার্চ, বৈশাখী টেলিভিশন
আলাপ-এর অতিথি শিহাব শাহীন
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: দীপ্তি
নির্মাতা শিহাব শাহীন চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ শিরোনামের চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে। তবে, এর আগে থেকেই টেলিভিশনের জন্য ধারাবাহিক ও একক নাটক পরিচালনা করেছেন। শিহাব শাহীন পরিচালিত ধারাবাহিক ও একক নাটকের মধ্যে রয়েছে—‘ভালোবাসার চতুষ্কোন’, ‘মুম্বাসা’, ‘নীলপরি নীলাঞ্জনা’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘নীল প্রজাপতি’ ইত্যাদি।
শিহাব শাহীন আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আলাপের অতিথি হয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব।
সাতদিন/এমজেড