বিকাল ৫টা ২৫ মি, ২৯ মার্চ, এটিএন বাংলা
মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নার অতিথি
অরুনা বিশ্বাস
উপস্থাপনা: মুনমুন হক
পরিচালনা: লায়লা বানু
অভিনেত্রী অরুনা বিশ্বাস আসছেন 'মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্না' অনুষ্ঠানে। ভিন্ন ধারার এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সব ধরনের আধুনিক রেসিপি নিয়ে। খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ মুনমুন হকের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৯ মার্চ বিকাল ৫ টা ২৫ মিনিটে।
রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী অরুনা বিশ্বাস।দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে ফিরেছেন নিজের দেশে।নিয়মিত কাজ করছেন ছোট পর্দায়। নাটক এবং উপস্থাপনা নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।
যাত্রাশিল্পের অগ্রপথিক অমলেন্দু বিশ্বাস এবং জ্যোৎস্না বিশ্বাসের কন্যা অরুনা বিশ্বাস। আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় অরুনা বিশ্বাস প্রথম অভিনয় করেন বাংলাদেশ বেতারের একটি নাটকে।নায়করাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ’ চলচ্চিত্রটি দিয়ে দর্শকদের মন জয় করে নেন অরুণা বিশ্বাস। সেই থেকে এখন পর্যন্ত ১১০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘যাত্রা ভিশন’র নামে রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা। একাধারে নির্দেশনা ও পরিচালনাও করছেন তিনি। তার নির্দেশিত নাটকের মধ্যে অন্যতম হচ্ছে লজ্জা, সুরে আঁকা, বড় দিদি, নূপুর ইত্যাদি।'অথবা প্রেম নয়তো ভালোবাসা' টেলিফিল্মটি পরিচালনা করেন তিনি। এছাড়া কাজ করছেন চলচ্চিত্র নিয়ে।