রাত ২টা, ৩০ মার্চ, বাংলাভিশন
তারকাদের নিয়ে গেম শো
অংশগ্রহণে: বালাম, বিপ্লব, নোভা, নিসা, মাজনুন মিজান, সাবিলা, কনা, মৌরি সেলিম, রথী, তানহা তানিসা, বাবর ও অন্তু করিম
৩১ মার্চ টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে চ্যানেলটি বিশেষ আয়োজন করেছে। এরই অংশ হিসেবে ৩০ মার্চ দিবাগত রাতে প্রচারিত হবে বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে ব্যাতিক্রমী গেম শো ‘গেম-বিট’। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন বালাম, বিপ্লব, নোভা, নিসা, মাজনুন মিজান, সাবিলা, কনা, মৌরি সেলিম, রথী, তানহা তানিসা, বাবর ও অন্তু করিম।
সাতদিন/এমজেড